Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

কুমিল্লা ১শ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৩, ০৭:১৬ পিএম


কুমিল্লা ১শ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লায় ১শ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি টিম।

মঙ্গলবার (২৯ মার্চ) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর সাকিনস্থ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি কালো রঙের হাইস গাড়ীসহ গাড়ীর ভেতর থেকে ১শ কেজি গাজা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিরা হলো, কাঠঘর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. নজির (২৩) এবং রামরায় গ্রামের শাহ আলমের ছেলে মো. আলী মর্তুজা (২৩)। উভয়েই কুমিল্লা জেলার চৌদ্দগ্রাগের বাসিন্দা। 

মাদকব্যবসায়ীরা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে ঢাকায় যাচ্ছিল বলে জানা যায়। এসআই মো. রেজাউল করিম বাদী হয়ে দক্ষিণ মডেল থানায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং-৫৪ 

মাদক কারবারী এবং গডফাদারদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানায় পুলিশ।

আরএস

 

Link copied!