Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

মাধবপুরে ক্যান্সার ও কিডনী রোগীদের সমাজ সেবার চেক বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৩, ০২:৪৮ পিএম


মাধবপুরে ক্যান্সার ও কিডনী রোগীদের সমাজ সেবার চেক বিতরণ

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে মাধবপুরে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়।

বুধবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে চেক বিতরন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমাজ সেবা কার্যালয়। 

এ সময় উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান, সাংবাদিক আইয়ুব খানসহ প্রমূখ। 

মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৫ লাখ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১০ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এমএইচআর

Link copied!