Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪,

উখিয়ায় প্রতিবেশীর ‘দায়ের কোপে’ নারীনেত্রী নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মে ৫, ২০২৩, ০৫:৪৬ পিএম


উখিয়ায় প্রতিবেশীর ‘দায়ের কোপে’ নারীনেত্রী নিহত

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে পূর্ব শত্রুতার জেরে এক নারী নেত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউসুফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

বৃহস্পতিবার রাতে উখিয়ার পশ্চিম পালংখালী এলাকায় ঘটনাটি ঘটে । 

নিহত মহিলা লুলু আল মারজান ওই এলাকার মৃত মমতাজ মিয়ার স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বলে জানা যায়।

এদিকে, হত্যার ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহতের মেয়ে প্রিয়া পুলিশকে দেয়া ভাষ্যমতে, ইউসুফ সন্ধ্যায় অতর্কিত অবস্থায় এসে বাড়ির দরজা কেটে ঢুকে গালিগালাজ করার পর মারতে যায়। আমার মায়ের একটু চিৎকার শুনেছি। বাকীটা জানিনা।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী হত্যার ঘটনার বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, লুলু আল মারজানের পিতাকে ২০/২৫ বছর পূর্বে ইউসুফের পিতা জাহাঙ্গীর হত্যা করছিলো। নিহত মারজান গত ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসন হতে মহিলা ইউপি সদস্য প্রার্থী ছিলো। তবে নির্বাচিত হননি।

সে গয়ালমারা এমএসএফ হাসপাতালে মিড ওয়াইফ পদে চাকরি করে। ৫-৬ বছর পূর্বে মারজানের প্রথম বিয়ে হয়। স্বামী মমতাজ আহম্মেদ স্টোকজনিত কারণে মারা যাওয়ার পরে ৯নং ওয়ার্ডের স্বামীর বাড়ি ছেড়ে পৈতৃক বাড়ি ৭ নাম্বার ওয়ার্ডে বসবাস করে আসছিলেন।

খুনী ইউসুফ চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়ে দুই মাসের মাথায় জামিনে বের হয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।

তার বিরুদ্ধে অস্ত্র ও অ্যামুনেশন তৈরির কারখানা নির্মাণের মাধ্যমে দেশীয় অস্ত্র তৈরি করে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সন্ত্রাসীদের মধ্যে সরবরাহের অভিযোগ আছে এবং সে রোহিঙ্গা ডাকাত ও ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনের আপন চাচাতো বোনের স্বামী।

এইচআর

Link copied!