Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ মে, ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কারাগারে

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

মে ২১, ২০২৩, ০৬:৪২ পিএম


ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কারাগারে

ঢাকা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আফজাল হোসেন ডিপটি কে জাল জালিয়াতি ও প্রতারণা মামলায় আটকের পর জেল হাজতে পাঠিয়েছে আদালত। 

শনিবার (২০ মে) বিকেলে আলাদা তিনটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আফজাল হোসেন ডিপটি কে গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, বিদ্যুৎ আইনের একটি মামলায় ৭ মাসের এবং অর্থ জালিয়াতির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আফজাল হোসেন ডিপটি। তাছাড়া আরও একটি মামলায় ওয়ারেন্ট ছিলো তার বিরুদ্ধে। বিকেল ৪ টার দিকে এস আই রিয়াজ, এস আই আলকসহ পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে। পরে সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ।

আরএস

Link copied!