Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন রোকনুজ্জামান

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

মে ২১, ২০২৩, ০৮:০৬ পিএম


জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন রোকনুজ্জামান

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে নীলফামারী জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারে জলঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত বর্তমানে এলাকার দৃষ্টি নন্দন শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন চৌধুরীকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

শনিবার (২০ মে) রাতে আনুষ্ঠানিক ভাবে এর ফলাফল ঘোষণা করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান। এর আগে ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন চৌধুরীকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

 এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন,‘‘জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া করা হবে।’’

আরএস

 

 

 

Link copied!