বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৩, ০৬:৩৮ পিএম
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৩, ০৬:৩৮ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে দিনব্যাপী ফ্রী ডেন্টাল চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাচিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দিনব্যাপী ফ্রী ডেন্টাল চিকিৎসা সেবা দেওয়া হয়। কাচিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান শাওনের আয়োজনে অসহায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে উন্মুক্ত ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করেন কুঞ্জেরহাট মজুমদার ডেন্টাল কেয়ারের ডেন্টাল চিকিৎসক টিটু মজুমদার।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি বক্তব্য প্রদান করেন। বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হয়।
এসময় শোকের মাসে ফ্রি ডেন্টাল চিকিৎসা সেবার আয়োজন করায় কাচিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাশফিকুর রহমান শাওনকে ধন্যবাদ জনান এমপি মুকুল।
এইচআর