Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫,

আটকা পড়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৩:১৮ পিএম


আটকা পড়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস

চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ড, ভদ্র পাড়া মো. রাজিব মোল্লার বাড়িতে দুই দেয়ালের মাঝে আটকা পড়া একটি পোষা বিড়ালকে চরফ্যাশন ফায়ার স্টেশন কর্তৃক জীবিত উদ্ধার করেন।

চরফ্যাশন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের সময় চরফ্যাশন ভদ্রপাড়ায় রাজিব মোল্লা বাসভবনের এ ঘটনা ঘটে।

চরফ্যাশন ফায়ার স্টেশনের  স্টেশন অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে ফায়ার ফাইটার মো. বনি আমিন, মো. আলাউদ্দিন, নিতাই চন্দ্র দাস, রাকিবুল হাসান, সাব্বির হোসেনের ৩০ মিনিটের প্রচেষ্টায় বিড়ালটিকে জীবিত উদ্ধার করে তার মালিকের কাছে হস্তান্তর করা হয়।

শখের বিড়ালটি ফিরে পাওয়ায় আনন্দে রাজিব মোল্লা বলেন, আমারা বিড়ালটি উদ্ধারের অনেক চেষ্টা করেছি। কিন্তু না পেরে আমাদের মন খারাপ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে ফোন করলে সেই তারা এসে আমার বিড়ালটি উদ্ধার করে দেয়।’

চরফ্যাশন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, ‘যেকোনও প্রাণ রক্ষায় এগিয়ে আসাই ফায়ার সার্ভিসের নীতি।

এইচআর

Link copied!