Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪,

হাঁসের সঙ্গে এ কেমন শত্রুতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৮:০৬ পিএম


হাঁসের সঙ্গে এ কেমন শত্রুতা

পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষেতে ছিটানো কীটনাশক খেয়ে এক কৃষকের ১৬টি হাঁস মারা গেছে। আরও ৪-৫টি হাঁস অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

এবিষয়ে ভুক্তভোগী ওই কৃষক কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী সালাম আকনের সঙ্গে ভুক্তভোগী কৃষক ওবায়দুল মোল্লার বিরোধ চলমান ছিলো। তার ক্ষতি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে অবহিত না করে ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে। এতে সালাম আকনের কীটনাশক দেয়া পানি তার ক্ষেতে আসে। কৃষক ওবায়দুলের হাঁস খাবার খাওয়ার জন্য ক্ষেতে গেলে ওখানেই ১১টি হাঁস মারা যায়। ৫টি হাঁস খুঁজে পাওয়া যায়নি। এছাড়া আরো ৪-৫টি হাঁস অসুস্থ হয়ে যায়।

ভুক্তভোগী কৃষক ওবায়দুল বলেন, ‘আমার ৬৫টি হাঁসের একটি খামার রয়েছে। ওই দিন সকালে হাঁসগুলো খাবারের জন্য ছেড়ে দেই। ক্ষেতে কীটনাশক ছিটানো থাকায় খাবার খেয়ে ওখানেই ১৬টি হাঁস মারা যায়। আরও ৭ টি হাঁস অসুস্থ হয়েছে।’
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এআরএস

Link copied!