Amar Sangbad
ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০

‘শেখ হাসিনা দেশের কৃষকদের ভাগোন্নয়নে কাজ করে যাচ্ছেন’

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ১, ২০২৩, ০৮:০১ পিএম


‘শেখ হাসিনা দেশের কৃষকদের ভাগোন্নয়নে কাজ করে যাচ্ছেন’

স্ট্রেনদেনিং ইনক্লুসিভ  ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাক্টস এসআইডি-সিএইচটি শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২- ২০২৩ অর্থ বছরে এডিপিতে বরাদ্ধকৃত জিওবি অর্থায়নে চার কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যােগে জেলার প্রান্তিক কৃষকের মাঝে উন্নতমানের কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কর্মসূূূচিতে ১৪৬ জনকে ৫৭ লাখ টাকা বিভিন্ন কর্মসূচিতে ৩৯১জন প্রতিষ্ঠানকে এক কোটি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে স্ট্রেনদেনিং ইনক্লুসিভ  ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাক্টস এসআইডি-সিএইচটি শীর্ষক  প্রকল্পের আওতায় এডিপিতে বরাদ্ধকৃত জিওবি অর্থায়নে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কর্মসূূূচিতে  অনুদানের চেক বিতরন অনুষ্ঠান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে  কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি ও সুবিধাভোগীদের  বিভিন্ন অনুদানের চেক তুলেদেন  পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

প্রধান অতিথি’র বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ে মন্ত্রী বীর বাহাদুর ‍উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব সরকার দেশের কৃষকদের ভাগোন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে। কৃষকদের জীবন ও মান বাঁচিয়ে রাখতে সরকার কষি খাতে ভর্তুকি প্রদান করছে।

মন্ত্রী আরও বলেন, খাগড়াছড়ি জেলার কৃষকরা বর্তমানে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্র্রে মেশিন, পানি পাম্ম মেশিন পাচ্ছে। এখানকার কৃষকরা এখন আধুনিক মেশিনগুলো চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের মর্যাদার আসনে স্থান করে নিতে দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে দেশে আজ প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব সেক্টরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে যুগোপযোগী কর্ম পরিকল্পনা করছেন এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশকে আজ স্মার্ট বাংলাদেশে রুপান্তরের দিকে এগিয়ে নিচ্ছেন।

এসময় ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা  কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার  মুক্তা ধর, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি মংসার্কেল রাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ডিজিএফআই শাখার ডেট কমান্ডার কর্ণেল আ স ম বদিউল আলম, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. আবুল হাসনাত, খাগড়াছড়ি এএসইউ কমান্ডার কর্ণেল ইশতিয়াক আহমেদ, খাগড়াছড়ি এনএসআই যুগ্ম পরিচালক ফিরোজ রাব্বানীসহ সকল উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, হেডম্যান-কারবারি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে- রাইচ কম্বোমিল ৯টি,  পাওয়ার টিলার ২১টি,  পাওয়ার রিপার ৯টি, পাওয়ার প্রেসার একটি  কম্বাইন্ড হারভেস্টার ৪টি, পাম্প মেশিন ১৫টি  পাওয়ার স্প্রে মেশিন১৮টি।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর ‍উশৈসিং এমপি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হতে আপদকালীন ত্রাণ বিতরণ কর্মসূচীতে ১৪৬ জনকে ৫৭ লক্ষ টাকা, বিভিন্ন কর্মসূচিতে ৩৯১জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে (এক কোটি)টাকা কৃষকের মাঝে ৪ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি তুলেদেন।

এআরএস

Link copied!