মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৩, ০৮:০৪ পিএম
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৩, ০৮:০৪ পিএম
ঝিনাইদহের মহেশপুরে একটি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আবুল হাসেম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৫ জন বাসযাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত আবুল হাসেম মহেশপুরের শ্যামকুড় ইউনিয়নের কাঁঠালবাগান পাড়ার সামছুল ইসলামের ছেলে।
শনিবার রাত সাড়ে সাতটার দিকে মহেশপুরের জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭টার দিকে নেপা বাজার থেকে ঢাকাগামী সোনালী পরিবহনের বাসটি ছেড়ে যায়। পথিমধ্যে জিন্নাহনগর-নেপা সড়কের চটকাতলা নামক স্থানে পৌঁছালে জিন্নাহনগর থেকে আসা ওই ট্রাক্টরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও ট্রাক্টর উভয়েই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় প্রাণ হারান আবুল হাসেম নামে ওই ব্যক্তি।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দীন জানান, দুর্ঘটনার তথ্য পাওয়ার পরই থানা থেকে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআরএস