Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

চাঁদা না দেয়ায় গুলিবিদ্ধ: আহত নারীকে ঢামেক হাসপাতালে ভর্তি

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১২, ২০২৩, ০৯:০৭ এএম


চাঁদা না দেয়ায় গুলিবিদ্ধ: আহত নারীকে ঢামেক হাসপাতালে ভর্তি

গুলিবিদ্ধ আহত বিদ্যুৎ বেগম (৫০) নামে এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মুন্সীগঞ্জের শ্রীনগরে ‘চাঁদা না দেওয়ায়’ বুধবার সন্ধ্যায় ওই নারীকে গুলি করে আহত করা হয়েছে বলে অভিযোগ করছেন তার স্বজনরা।

গুলিবিদ্ধ আহত বিদ্যুৎ বেগম শ্রীনগর উপজেলার পূর্ব বাগরা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফ আলী হাওলাদারের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, গুলিবিদ্ধ ওই নারী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের ছেলে মো. তুষার হাওলাদারের অভিযোগ, এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা কিছু দিন যাবত ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। আমরা তা দিতে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করায়, সন্ধ্যা ৬টার দিকে চার থেকে পাঁচ জন এসে মাকে গুলি করে। মা পেটে গুলিবিদ্ধ হন। তিনি আরও বলেন, প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে রাত সাড়ে ৯টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

এইচআর

Link copied!