ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৩, ২০২৫, ০৫:৪৬ পিএম

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার ১৫০ মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। 

এ অর্থ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষে ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেন, বাংলাদেশে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ কর্মসূচি যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নাগরিক (সিভিল) এবং খাদ্য ও কৃষি—এই পাঁচটি মূল প্রযুক্তি খাতকে লক্ষ্য করে কাজ করবে।

তিনি আরও জানান, এই উদ্যোগ বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির অগ্রাধিকারমূলক এজেন্ডাকে সমর্থন করবে এবং দারিদ্র্য ও সামাজিক বঞ্চনা মোকাবিলায় সহায়ক হবে। এছাড়া, সরকারের সমন্বিত টিভিইটি ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যানের সঙ্গে সংগতি রেখে বৈশ্বিক বাজারে মানসম্মত কর্মসংস্থান ও প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধি করবে।

এডিবি জানায়, এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের ঢাকার বাইরের সুবিধাবঞ্চিত অঞ্চলের টিভিইটি শিক্ষকদের জন্য আধুনিক ও উন্নত প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা হবে। এতে শিক্ষকদের শিক্ষাগত ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো হবে, বিশেষ করে উদীয়মান প্রযুক্তি বিষয়ে জোর দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষক উন্নয়ন, ব্যবস্থাপনা ও প্রতিবেদনের ব্যবস্থা শক্তিশালী হবে।

আয়োজিত কর্মসূচি শেষ হলে কমপক্ষে ১০ হাজার নতুন ও বিদ্যমান টিভিইটি শিক্ষক তাদের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবেন, যা প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে টিভিইটির টেকসই মান ও প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে একটি দেশব্যাপী ধারাবাহিক পেশাদার উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

ইএইচ

Link copied!