সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
আগস্ট ৩, ২০২৫, ০৪:৩৭ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীর নাম মো. আলী হোসেন (৩২), তিনি নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা এলাকার বাসিন্দা।
রোববার সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় অভিযান চালিয়ে মো. আলী হোসেনকে এসব মাদকসহ হাতেনাতে আটক করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাগেশ্বরী থানার একটি টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রামে মাদক নির্মূলের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
ইএইচ