দিনাজপুর প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫, ০৪:১৮ পিএম
দিনাজপুরের বিএমডিএ বিরল জোনে জুলাই বিপ্লবের তিন শহীদকে স্মরণে ফলদ বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার "জুলাই বিপ্লব ও বিএমডিএ কার্যক্রম" শীর্ষক আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বিএমডিএ বিরল জোন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্রী সুবল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সেচ যন্ত্রের কৃষকবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জুলাই বিপ্লবে বিরল উপজেলার শহীদ মো. মাসুম রেজার পিতা মো. মিজানুর রহমান, শহীদ মো. জিয়াউর রহমানের সহধর্মিণী মোছা. শাহনাজ আক্তার এবং শহীদ মো. আশাদুল হক বাবুর সহধর্মিণী মোছা. শারমিন আক্তার।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে বিএমডিএ জোন দপ্তরের ক্যাম্পাসে তিন শহীদের নামে তিনটি ফলদ গাছ রোপণ করেন তাদের পরিবারের সদস্যরা। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন।
ইএইচ