Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ মে, ২০২৪,

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের পাশে চাইলেন নবাগত ওসি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৩, ১২:০৫ পিএম


আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের পাশে চাইলেন নবাগত ওসি

পূবাইল সাংবাদিক ক্লাবের সাংবাদিকদের সঙ্গে পূবাইল মেট্রোপলিটন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মতবিনিময় করেছেন।

বুধবার (১৫ নভেম্বর ) রাতে পূবাইল মেট্রোপলিটন থানার ওসির কক্ষে অত্র ক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের পূবাইল প্রতিনিধি মো. রবিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন সরকারের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,অত্র ক্লাবের সহ-সভাপতি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি টিটন কুমার ঘোষ। যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মো. শাকিল খান।সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগ যুগান্তরের প্রতিনিধি মো. শাহীন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক কালের ছবি প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী।

দপ্তর সম্পাদক দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি এইচ এম নুরুল হক বাবু। মহিলা সম্পাদিকা আমাদের সংবাদের প্রতিনিধি কবিতা ইসলাম, নির্বাহী সদস্য, মাতৃ জগতের প্রতিনিধি রাকিবুল ইসলাম, দেশান্তরের প্রতিনিধি আসিফ রায়হান,সন্ধ্যা বানী প্রতিনিধি সাইফুল ইসলাম ও শাহীন মোল্লা প্রমুখ।

মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, পূবাইলের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের নিয়ে কাজ করতে চান তিনি। সেই সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি ডাকাতিসহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

এইচআর

Link copied!