Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

বাকেরগঞ্জে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র পদে লড়তে চান চার প্রার্থী

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২৩, ০৩:৫১ পিএম


বাকেরগঞ্জে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র পদে লড়তে চান চার প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে চারজন প্রার্থী স্বতন্ত্র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থীরা বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় হতে তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারী নেতারা হলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, মো. জাকির খান সাগর, ডা. মোহাম্মদ শাহরিয়ার মিঞা ও নূর-এ-আলম সিকদার। যদিও খান আলতাফ হোসেন ভুলু আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।

প্রার্থীদের মধ্যে খান আলতাফ হোসেন ভুলুর বাড়ি বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনয়নের কৃষ্ণকাঠী গ্রামে। স্বতন্ত্র প্রার্থী মো. জাকির খান সাগরের বাড়ি নিয়ামতি ইউনিয়ের ডহরকোলা গ্রামে। আর অপর দুই প্রার্থী ডা. মোহাম্মদ শাহরিয়ার মিঞার বাড়ি কবাই ইউনিয়নের চুনাখালী এবং মো. নূর-এ-আলম সিকদার কবাই ইউনিয়নের খোদাবক্সকাঠী।

প্রার্থীদের মধ্যে ডা. মোহাম্মদ শাহরিয়ার মিঞা পেশায় একজন চিকিৎসক। খান আলতাফ হোসেন ভুলু ও মো. জাকির খান সাগর পেশায় ব্যবসায়ী এবং নূর-এ-আলম সিকদার পেশায় একজন বেসরকারী চাকরিজীবি।

বাকেরগঞ্জ উপজেলাবাসী শেষ পর্যন্ত দেখার অপেক্ষায় রয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র পদে কোন কোন প্রার্থী নির্বাচনে লড়ছেন।

এআরএস

Link copied!