Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

মুন্সীগঞ্জ-১ আসনে এমপি-স্বতন্ত্র প্রার্থীসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৩, ০৪:০৫ পিএম


মুন্সীগঞ্জ-১ আসনে এমপি-স্বতন্ত্র প্রার্থীসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

জামিনদার হিসাবে ঋণ খেলাপি ও স্বক্ষর জালিয়াতি অভিযোগে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিকল্প ধারার মাহী বি চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবিরসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

রোববার (৩ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে জামিনদার হিসেবে ঋণ খেলাপির বিকল্প ধারার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও স্বাক্ষর জালিয়াতি অভিযোগে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  গোলাম সারোয়ার কবিরের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও বিএনএম এর মো. ফরিদ হোসেনের প্রস্তাবকারীর নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ-১  আসনের ভোটার না হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে।

তবে বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রার্থীদের। আসনটিতে আওয়ামী লীগসহ বৈধ হয়েছে ৮ প্রার্থীর মনোনয়নপত্র৷ আসনটি থেকে বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আজ রোববার জেলা রিটানিং অফিসারের সম্মেলন কক্ষে যাচাই বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

এআরএস

Link copied!