Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

মানিকগঞ্জ ২ আসনের জাতীয় পার্টির মনোনয়ন বাতিল

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৩, ০৫:১০ পিএম


মানিকগঞ্জ ২ আসনের জাতীয় পার্টির মনোনয়ন বাতিল

ঋন খেলাপি হওয়ায় মানিকগঞ্জ ২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নানের মনোনয়ন বাতিল করেছে বলে জানা যায়।

রবিবার (৩ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রেহানা আক্তার মনোনয়ন যাচাই বাছায়ের শেষদিনে মানিকগঞ্জ ২ আসনের মোট ৪ জন প্রার্থীতার মনোনয়ন ফরম বাতিল বলে ঘোষণা করেন। তবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

এই আসনের প্রার্থীতা প্রকাশ করেছিলেন জাতীয় পার্টির ত্যাগী ছাত্র নেতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু। সেখানে দলের সিদ্ধান্তে একজন ঋন খেলাপিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ব্যাংক ঋন থাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এসএম সৈয়দ আব্দুল মান্নানের মনোনয়ন বাতিলের বিষয় তাকে ফোন দিলে ফোন রিসিভ না করে লাইনটি কেটে দেন। 

আরএস
 

Link copied!