Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

শেওড়াপাড়ায় দুই বোন খুনের রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১২, ২০২৫, ০৪:৫৭ পিএম


শেওড়াপাড়ায় দুই বোন খুনের রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ১
হত্যাকাণ্ডের খবর পয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সেই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ মে) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেওড়াপাড়ায় জোড়া খুনের রহস্য উদ্‌ঘাটন করেছে ডিবি। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং করবেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

গত শুক্রবার (৯ মে) রাতে মিরপুর মডেল থানার আওতাধীন পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকা থেকে মরিয়ম বেগম (৬০) ও তার ছোট বোন সুফিয়া বেগমের (৫২) মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এরমধ্যে মরিয়ম বেগম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক কর্মকর্তা ছিলেন।

হত্যাকাণ্ডের পরদিন শনিবার (১০ মে) নিহত মরিয়ম বেগমের স্বামী বন বিভাগের সাবেক কর্মকর্তা কাজী আলাউদ্দিন বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

আরএস

Link copied!