Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

খাগড়াছড়িতে ১১৬ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও সুতা বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৩, ০৮:০৪ পিএম


খাগড়াছড়িতে ১১৬ নারীর মাঝে  বিনামূল্যে সেলাই মেশিন ও সুতা বিতরণ

পার্বত্যাঞ্চলে পিছিয়ে পড়া ও প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে রিনাই, রিসা, থামি বুনন, সেলাই করার জন্য বিনামূল্যে সেলাই মেশিন ও সুতা বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের হলরুমে মাত্রার উদ্যোগে ১১৬ জন পিছিয়ে পড়া  নারীদের মাঝে এসব সেলাই মেশিন ও সুতা বিতরণ করা হয়।

পুলিশ লাইনন্স স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জানান।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসময় অতিথি হিসেবে  প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, চামেলি ত্রিপুরা, সাংবাদিক বৃন্দসহ উপকারভোগীরা এতে উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলার পিছিয়ে পড়া নারীদের  ৬ টি সেলাই মেশিনসহ মোট ১শত ১৬ জনকে ৫ কেজি করে সুতা বিতরন করা হয়েছে।

বিতরণকালে পুলিশ লাইন্স হাই স্কুলের সহকারী শিক্ষিকা চস্পা চাকমার সঞ্চালনায় মাত্রার প্রতিষ্ঠাতা গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ  প্রফেসর ফেরদৌসি পারভীন বলেন, ‘পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্তা হতে পারছে না। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে থামি, পিনন বুননের জন্য বিনামূল্যে এসব সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করা হয়েছে।

আরএস
 

Link copied!