Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত বরিশালের জনজীবন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জানুয়ারি ১৩, ২০২৪, ০৪:৪২ পিএম


হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত বরিশালের জনজীবন
ছবি: আমার সংবাদ

হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে বরিশালে। আজ শনিবার বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

আগামী তিন চারদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে। 

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল জানান, আজ শনিবার সকাল ৯টায় বরিশালে চলতি মৌসুমের সর্বনিম্ন ১০.৭ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে সকালে ২ নটিক্যাল মাইল বেগে বাতাস বয়ে গেছে। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি বরিশালে। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়েছে। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে হঠাৎ প্রচুর শীত অনুভূত হওয়ায় বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। শীতের কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচল এবং মানুষের অনাগোনা কম। আগামী তিন চার দিনে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল। অন্যদিকে হাড় কাঁপানো শীতে মধ্যে নগরীর লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে অলিগলিতে আগুন জ্বেলে চলে হাত-পা সেঁকেছে মানুষ।

এআরএস

Link copied!