Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

কোম্পানীগঞ্জে জেলেদের মাঝে বাকনা বাচুর বিতরণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৪, ০১:১৭ পিএম


কোম্পানীগঞ্জে জেলেদের মাঝে বাকনা বাচুর বিতরণ
ছবি: আমার সংবাদ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১২ টায় কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. আনোয়ার হোসেন পাটোয়ারী‍‍`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

এ সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন বলেই প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ কোম্পানীগঞ্জ উপজেলায় জেলেদের মাঝে গরুর বকনা বাছুর পাঠিয়েছেন। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আশ্রাফুল ইসলাম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাইন উদ্দিন, কোম্পানীগঞ্জ থানা পুলিশ পরিদর্ষক (তদন্ত) মো. আব্দুস সোলতান প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩২ জন প্রান্তিক নিবন্ধিত জেলেকে ১টি করে বাকনা বাচুর গরু বিতরণ করেন।

এআরএস

Link copied!