Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪,

সালথায় বিষপানে গৃহবধূর মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৭:০১ পিএম


সালথায় বিষপানে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় বিষপান করে নাসিমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের আক্কাস আলীর দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নাসিমা বেগম তার স্বামীর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনোমালিন্য হলে অভিমানের বশবর্তী হয়ে বিষপান করে গুরুতর অসুস্থ হয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর নেওয়ার পথে নগরকান্দা উপজেলার ও জয়বাংলার মাঝামাঝি পৌঁছালে বেলা সাড়ে ১১টার দিকে নাসিমা বেগম মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান (পিপিএম) বলেন, লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!