Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

ধানের চারা রোপণে আধুনিকতার ছোঁয়া

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৩:০৯ পিএম


ধানের চারা রোপণে আধুনিকতার ছোঁয়া
ছবি: আমার সংবাদ

টাঙ্গাইলের মধুপুরে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে একসাথে এক জাতের এক স্থানে সমলয়ে চাষাবাদ করার লক্ষ্যে রাইস ট্র্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোর হাইব্রিড ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ ফ্রেব্রুয়ারি) দুপুরে মধুপুর পৌরসভার নরকোনা গ্রামে মধুপুর কৃষি বিভাগ আয়োজিত ২০২৩/২০২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোর হাইব্রিড  ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে হাবব্রিড এস এল-৮ এইচ জাতের  চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ সময় কৃষকদের নিয়ে আলোচনা সভায় মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল-মামুন রাসেলের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া আক্তার ইভার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি টাঙ্গাইল জেলার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ দুলাল উদ্দিন।

মধুপুর উপজেলা  অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আ. রহিম রাজু, তাপস কুমার সরকার, নরকোনা গ্রামের কৃষক  শাহজাহান আলী প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন পৌর উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজু।

পরে নরকোনা গ্রামে ১৫০ বিঘা জমিতে সমলয় চাষাবাদের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রম শুরু হয়। সমলয় পদ্ধতির চাষাবাদের ফলে একসাথে একই এলাকায় একই জাতের ফসল চাষের ফলে এক জমিতে বছরে তিনবার ফসল চাষ করার সুযোগ সৃষ্টি হবে কৃষকের।

এ জন্য মধুপুরের কৃষি বিভাগ প্রনোদনা কর্মসূচির আওতায় এ সমলয় চাষাবাদ কর্মসূচি হাতে নেয়। এতে নরকোনা গ্রামের কৃষকের ১৫০ বিঘা জমিতে রবি মৌসুমে হাইব্রিড ধান  রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!