Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪,

ঐতিহাসিক ৭ মার্চে সারাদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৭, ২০২৪, ০৮:৪০ পিএম


ঐতিহাসিক ৭ মার্চে সারাদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। 

বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর-

রাঙামাটি : দিবসটি উপলক্ষে রাঙামাটিতে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটির সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীসহ সর্বস্তরের নেতৃবৃন্দ। 

পরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন।

কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মুশতাকুর রহমান বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঞা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিম, উপজেলা প্রকৌশলী অনতু বল, উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, কটিয়াদী পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদার মতিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. ইসরাইল, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন।

ধোবাউড়া (ময়মনসিংহ): এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন প্রমুখ।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় সকাল সাড়ে ৮টার সময় কালেক্টরেট চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছা. নাসরিন আক্তার। এরপর কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সংগঠন ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছা. নাসরিন আক্তার। বক্তব্য দেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. তারেক জুবায়ের, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জর্জ কোর্টের সরকারি কৌশুলী (জিপি) অ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাজি রফিকুল ইসলাম টুকু প্রমুখ।

পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে দিবসটি উফলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নির্মল কুমার মিত্র প্রমুখ।

চারঘাট (রাজশাহী): রাজশাহীর চারঘাটে জাতীয় পতাকা উত্তোলন মধ্যদিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মাজদার রহমান,চারঘাট মডেল থানা অফিসার ইনর্চাজ এস এম সিদ্দিকুর রহমান প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম রঞ্জন কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা খাতুন প্রমুখ।

মেহেরপুর: দিবসটি উপলক্ষে মেহেরপুরে বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অস্থায়ী ভাবে তৈরি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য আর্পণ করেন,  জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও পুষ্প মাল্য অর্পণ করেন তিনি। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্প মাল্য অর্পণ করেন।

নাটোর: দিবসটি উপলক্ষে নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁইয়া। আলোচনা সভায় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুলাহ্ আল সাকিব বাকি প্রমুখ।

পাটগ্রাম (লালমনিরহাট): লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম সালাউজ্জামান ফারুক, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, পাটগ্রাম থানার তদন্ত কর্মকর্তা জয়ন্ত কুমার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব প্রমুখ।

নোয়াখালী: দিবসটি উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাব, জেলা  প্রশাসন, পুলিশ  প্রশাসন, নোয়াখালী বন বিভাগ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক করেছে। প্রেসক্লাবের পক্ষে ক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার এবং সাধারণ সম্পাদক আবু নাছের মন্জু‘র নেতৃত্বে কমিটির সদস্য ও জেলায় কর্মরত সাংবাদিকরা সকালে ক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও জেলা প্রশাসন কার্যালয়ের সামনের মুজিব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান, পৃথকভাবে পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান এবং পৃথকভাবে নোয়াখালী বিভাগীয় বন বিভাগের কর্মকর্তা মো. আবু ইউসুফ তাদের দপ্তরের কর্মকর্তারা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চরভদ্রাসন (ফরিদপুর): ফরিদপুরের চরভদ্রাসনে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলার সদরের মধ্য বি.এস. ডাঙ্গীতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পণ করেন উপজেলা প্রশাসন। পুস্পস্তর্বক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্যদের পক্ষে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ নতুন সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।  

মিরপুর (কুষ্টিয়া): দিবসটি পালন উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পাবনা: পাবনার বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও উপজেলা আ. লীগের সহযোগী সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল হক বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ উল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম, আমিনপুর থানার ওসি হারুনুর রশিদ প্রমুখ।

কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের কালকিনিতে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক

অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, আইটিসি কর্মকর্তা আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, কালকিনি থানার সরকার আবদুল্লাহ আল-মামুন, তদন্ত কর্মকর্তা মারগুব তৌহিদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জলিল আকনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

বাসাইল (টাঙ্গাইল): টাঙ্গাইলের বাসাইলে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- বাসাইল থানার অফিসার ইনচার্জ মাজহারুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম খান প্রমুখ।

জয়পুরহাট: দিবসটি উপলক্ষে জেলা সদরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দীন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্যরা।

থানচি (বান্দরবান): দিবসটি উপলক্ষে বান্দরবানের থানচিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা ও প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. পারভেজ ভুঁইয়া ও উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার মো. নিজাম উদ্দীন প্রমুখ।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।  সভায় অন্যদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রেনু), মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, সহকারী কমিশনার তানিয়া আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আসাদুজ্জামান টিটু  পিপিএম প্রমুখ।

কবিরহাট (নোয়াখালী): নোয়াখালীর কবিরহাটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুরু করেন উপজেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

রাজস্থলী (রাঙামাটি): রাঙামাটির রাজস্থলীতে দিবসটি উপলক্ষে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন শেষে, বাঙ্গালহালিয়া কলেজের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কর্মসূচিতে রাজস্তলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী, স্থানীয় নেতাকর্মী ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সালথা (ফরিদপুর): ফরিদপুরের সালথায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নাগরপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের নাগরপুরে দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদের সঞ্চালনায় উপজেলা হলরুমে আবৃত্তি, কুইজ, কবিতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি আব্দুল মালেক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল, নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র নাথ পোদ্দার, নাগরপুর মহিলা কলেজের প্রিন্সিপাল আনিছুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ভূঞাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ভূঞাপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ মিয়া, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর, ভূমি কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম মোহন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রামপাল (বাগেরহাট): দিবসটি উপলক্ষে বাগেরহাটের রামপালে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, মুক্তিযোদ্ধা অতিন্দ্র নাথ হালদার দুলাল প্রমুখ।

বারহাট্টা (নেত্রকোণা): নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, ও বারহাট্টা প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাশেম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খাইরুল কবীর খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল প্রমুখ।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে দিবসটি উপলক্ষে জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন ও সরকারি বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএমের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, উপাধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক সাগরের নেতৃত্বে সরকারি মহিলা কলেজ, অধ্যক্ষ মো. আল আমিনের নেতৃত্বে ওয়ালী নেওয়াজ খান কলেজ, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদার নেতৃত্বে জেলা শিক্ষা বিভাগ ও চেয়ারম্যান মানছুরা জামান নূতনের নেতৃত্বে জেলা জাতীয় মহিলা সংস্থা পুষ্পস্তবক অর্পণ করেছে।

মাগুরা: মাগুরায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা–১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান, মাগুরা -২ আসনের সাংসদ সদস্য শ্রী বীরেন শিকদার এমপি, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সাকিব আল হাসানের পিতা খন্দকার মাশরুর রেজা কুটিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য সৈয়দ ইমাম বাকের, রাব্বি আমিন সোয়ান। ঐতিহাসিক নোমানী ময়দান অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ মার্চ দিবস অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

এছাড়াও মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সিভিল সার্জন শামীম কবির, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

নেত্রকোণা: দিবসটি উপলক্ষে নেত্রকোণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। প্রথমে জেলা প্রশাসক (ডিসি) শাহেদ পারভেজ’র নেতৃত্বে জেলা প্রশাসন এবং পর্যায়ক্রমে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফয়েজ আহমেদ’র নেতৃত্বে জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা ইউনিট, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পৌরসভাসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে জেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচি। উল্লেখ্য কর্মসূচির মধ্যে রয়েছে জেলা পাবলিক হলে আলোচনা সভা, ডকুমেন্টারি-চলচ্চিত্র-আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ প্রচার।

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আল্লাউদ্দীন জোর্য়াদ্দার, অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রহমান, পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এম সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

তানোর (রাজশাহী): তানোরে দিবসটি উপলক্ষে শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী, সরকারি কলেজ, স্ব্যস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আবিদা সিফাতের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।

বিশেষ অতিথির বক্তব্য দেন- তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সর্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওসার আলী, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন।

হোসেনপুর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাশিতা- তুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, কৃষি অফিসার এ কে এম শাহজাহান কবির, সমাজ সেবা অফিসার এহচানুল হক, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেখ নেওয়াজ প্রমুখ।

রাজবাড়ী: রাজবাড়ীতে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তব্য দেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা।

দেলদুয়ার (টাঙ্গাইল): টাঙ্গাইলের দেলদুয়ারে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা পারভিনের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম, উপজেলা মৎস্য কর্মকতা মো. তারিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বাবলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাকাডেমিক সুপারভাইজার মোছা. খাদিজা।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী, সরকারি কলেজ, স্ব্যস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূড়ালে সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণ করেন।পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য দেন- থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।

রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, রাজারহাট থানার ওসি তদন্ত মো. ওয়াহেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সোলায়মান আলী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.মাহফুজার রহমান, কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথি, উপজেলা প্রকৌশলী মো.সোহেল রানা প্রমুখ।

বরিশাল: বরিশালে এ উপলক্ষে সকালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, এরপর পরই শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন জেলা ছাত্রলীগ, মহানগর মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। অপরদিকে সকাল সাড়ে দশটা থেকে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ অন্যান্য প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার করা হচ্ছে।

রুমা (বান্দরবান): দিবসটি উপলক্ষে বান্দরবানের রুমায় চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তারই ধারাবাহিকতা উপজেলা হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদে আয়োজন করা হয়।

বিতরণী অনুষ্ঠানের পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা দেবব্রত বড়ুয়া’র সংঞ্চালনায় রুমা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা।

বিশেষ অতিথি ছিলেন, কৃষি বিভাগের কর্মকর্তা রাকিব জুবায়েতসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভাগের কর্মকর্তা, দৈনিক আমার সংবাদ ও দৈনিক সাঙ্গু পত্রিকার সাংবাদিক মংহাইথুই মারমাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।

নবাবগঞ্জ দোহার (ঢাকা): দিবসটি উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ দোহারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত  ছিলেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান কিসমত, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান সিকদার, নবাবগঞ্জ উপজেলা  নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল, সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল মো. আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আছমা জাহান, ওসি মোহাম্মদ মামুন অর রশিদ, ওসি হারুন অর রশিদ প্রমুখ।

কাউনিয়া (রংপুর): কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার  মহিদুল হকের  সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল হাকিম, উপজেলা  কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন সাথি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, মৎস্য কর্মকর্তা ফারজানা ইয়াছমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফেরদৌসী আকতার প্রমুখ।

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় ঐতিহাসিক দিবস ৭ মার্চ পালিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টর ও বিভিন্ন অনুষদের ডিন, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইবনে ওয়াজেদ ইমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মধ্যনগর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ৭ মার্চ উদযাপন করা হয়েছে। সকালে মধ্যনগর উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, থানা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

টাঙ্গাইল: দিবসটি উপলক্ষে টাঙ্গাইলে পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু ও শহিদ জাতীয় চার নেতার প্রতিকৃতি ও মুর‌্যালে পুষ্পার্ঘ অর্পণ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা, ডকুমেন্টারি ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

বরেণ্য অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

তিতাস (কুমিল্লা): কুমিল্লার তিতাসে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর- রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খাঁন, তিতাস থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূইয়া, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন ভূইয়া, উপজেলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. লায়লা পারভীন বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, বীর মুক্তিযোদ্ধা মো. মোবারক হোসেন, হাজী মহসিন আলী ভূইয়া, মো. জয়নাল আবেদীন, আবদুর রউফ মাস্টার, মোবারক হোসেন, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আলী আশরাফ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শের-ই- আলম প্রমুখ।

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে মধুপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মধুপুর শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান প্রমুখ।

ভোলা: ভোলায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সম্প্রচার করা হয়েছে।

পরে সকাল ১০টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামীননের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় উপ পরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ।

আটঘরিয়া (পাবনা): পাবনার আটঘরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. হাদিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া।

মোহাম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয় সকল ইউনিয়ন পরিষদ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাজারে।

উপজেলা পরিষদের হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, অধ্যক্ষ কুমারেশ চন্দ্র রায়, থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. হাই, বীর মুক্তিযোদ্ধা রেজাউল রহমান, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শারমিন আক্তার রূপালী প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পটভূমির উপর বক্তব্য দেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগের সহ-সভাপতি আবদুল্লাহ লিটন।  

ইন্দুরকানী (পিরোজপুর): পিরোজপুরের ইন্দুরকানীতে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও পিআইও মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, ওসি কামরুজ্জামান তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান প্রমুখ।

আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্তস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।

উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)মাহমুদুর রহমান পিন্টু, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু প্রমুখ।

বাকেরগঞ্জ (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নাছির উদ্দিন মাঝি, মো. মনিরুজ্জামান ডাকুয়া, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু প্রমুখ।

চাঁদপুর: চাঁদপুরে  জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন দিবসটি উদযাপন করেছে। পরে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার, পুলিশ সুপারের পক্ষে উপস্থিত ছিলেন রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)।

মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল।

বড়াইগ্রাম (নাটোর):  নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। ইউএনও মো. আবু রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি।

মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমান আতা, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, ইন্সপেক্টর (তদন্ত) সরল মুরমু বক্তব্য দেন। এর আগে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বনপাড়া বাইপাস থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

খুলনা: খুলনায় দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় প্রশাসন, কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, কেডিএ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফিরোজ শাহ, কেএমপি’র পুলিশ কমিশনার, মো. মোজাম্মেল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি নওরোজ হাসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির ও সর্দার মাহাবুবার রহমান।

ইএইচ

Link copied!