Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

ফেনীতে জাপা নেতার বিরুদ্ধে আশ্রয়ণের ঘর দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৪, ১১:০৩ এএম


ফেনীতে জাপা নেতার বিরুদ্ধে আশ্রয়ণের ঘর দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহিত

ফেনীর সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় শাহপুর এলাকার আশ্রয়ণ প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

সম্প্রতি এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের  করেছেন আমিরাবাদ ইউনিয়নের চরসোনাপুর গ্রামের ভূমিহীন দেলোয়ার হোসেন হেলাল।

দেলোয়ার হোসেন বলেন, ‘আমার থাকার কোনো জমি নেই। ইটভাটায় কাজ করি। সেখানে কোনোরকমে পরিবার নিয়ে থাকি। সরকার আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের ঘর দিচ্ছে এ খবর শুনে অনেকের কাছে গিয়েছি। এ সময় সিরাজুল ইসলাম ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।’

তিনি আরও  বলেন, ‘ঘর দেওয়ার জন্য আমার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। ২০২২ সালে আমি ঋণ করে ১৫ হাজার টাকা দেই। পরে ঘর না দিয়ে আমাকে ঘুরাচ্ছেন। অনেকে ঘর পেলেও আমি পাইনি।’

স্থানীয় স্কুলশিক্ষক শফিউল ইসলাম জানান, ‘সিরাজুল ইসলাম এই এলাকার প্রায় ৩০ জন থেকে ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে এটা নিয়ে এলাকায় ঝামেলা হচ্ছে।’

শাহপুর কামলা বাড়ির বাসিন্দা নুরনবী বলেন, ‘আমরা তিনভাই পরিবার নিয়ে ছোট একটি ঘরে থাকি। একটি ঘরের জন্য ২০২২ সালে ঋণ করে সিরাজুল ইসলামকে তিনভাই ৪৫ হাজার টাকা দিয়েছি। ঘরও পাইনি, টাকাও পাইনি। অনেকের কাছ থেকেও টাকা নিয়েছেন তিনি।’

একই বাড়ির গৃহবধূ কোহিনুর আক্তার বলেন, ‘আসমা আক্তার, সকিনা আক্তার ও জাহানারা আক্তার নামে আমার নিকট আত্মীয়দের থেকেও ৪৫ হাজার টাকা নিয়েছে। এখনও ঘর পায়নি তারা।’

এ প্রসঙ্গে স্থানীয় সদর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ ফরিদ বলেন, ‘সিরাজ এলাকার অনেকের কাছ থেকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েছে বলে শুনেছি।

একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা জানান, ‘সিরাজুল ইসলাম ঘর দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা নেওয়ার কথা শুনেছি৷’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজুল ইসলাম মুঠোফোনে বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন লোকজন দিয়ে আমার বিরুদ্ধে মনগড়া বক্তব্য দেওয়াচ্ছে।’

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘সিরাজুল ইসলাম ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি কয়েকজন আমাকে জানিয়েছে। আমি লিখিত অভিযোগ দিতে এবং থানায় মামলা করার জন্য বলেছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে কোনো টাকা লাগে না।’

স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, ‘ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।’

স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, এলাকার কয়েকজন ভূমিহীন আমাকে  সিরাজুল ইসলামের বিরুদ্ধে টাকা আত্মসাতের মৌখিক অভিযোগ দিয়েছে।’

Link copied!