Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মার্চ ২৮, ২০২৪, ০১:৩০ পিএম


ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহের ত্রিশালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (২৮ মার্চ) দুপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকার সাইফুল কমিশনারের বাড়ির সামনে ঘটনাটি ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাইফুল কমিশনারের বাড়ির সামনে একটি বাস ইউটার্ন নেওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা চালক শরিফুল ইসলাম (৩৩) মারা যান। সে উপজেলার চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। অন্যজনকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, তার পরিচয় পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!