Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

মাছের পেটের মধ্যে মিলল সাড়ে ৩ লক্ষ টাকা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

মে ১৯, ২০২৪, ০১:০০ পিএম


মাছের পেটের মধ্যে মিলল সাড়ে ৩ লক্ষ টাকা

এক মাছের পেটের মধ্যে পাওয়া গেল সাড়ে তিন লক্ষ টাকা! কি অবাক হচ্ছেন। অবাক হওয়ারই কথা। মাছটি এক নজর  দেখতে মৎস্য ঘাটে ভিড় করেছে শতাধিক মানুষ।

বঙ্গোপসাগরে ইলিশ ধরার জেলের জালে ধরা পরল বিরল প্রজাতির সামুদ্রিক সোনালী হাইতি ভোল বা দাঁতিনা মাছ। সাড়ে ১৯ কেজি ধরা পড়া মাছটি সাড়ে তিন লাখ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী ইউসুফ। ৭ লক্ষ টাকা মন ধরে। যার প্রতি কেজির মূল্য রাখা হয়েছে ১৭ হাজার ৫০০ টাকা।

রবিবার সকাল ১০ টার সময় পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইউসুফ ফিশ স্টোরে এই মাছটি বিক্রি হয়। এসময় উচ্ছুক জনতার ভিড় করে। গত ১৭ই মে সাড়ে ১৯ কেজি ওজনের এই মাছটি ধরা পড়ে বরগুনা জেলার পাথরঘাটা এলাকার এফবি তন্ময় ট্রলারের মাঝি জামাল  মিয়ার ইলিশ ধরার জালে।

মৎস্য ব্যবসায়ীরা জানান, এটি দুষ্প্রাপ্য সোনালী হাইতি ভোল বা দাঁতিনা মাছ। এর পটকা দিয়ে কিডনির রোগ নিরাময়ের ওষুধ তৈরি হয়। তাছাড়া মাছের শরীর নানা পুষ্টি উপাদান ও খনিজ পদার্থে ভরপুর। এছাড়াও ভোল মাছ থেকে দামি মদ তৈরি হয় উন্নত দেশে, তাই এর কদর অসীম।

বিআরইউ

Link copied!