community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ জুন, ২০২৪,

বরিশালে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ২৫, ২০২৪, ০৩:৩২ পিএম


বরিশালে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

বরিশালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম এবং কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির আয়োজনে শিশু অ্যাকাডেমির কার্যালয় বরিশালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আবৃত্তি, রচনা ও নজরুল সংগীত প্রতিযোগিতা আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. রিয়াদুল ইসলাম, সাবেক জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী।

শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!