সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
জুলাই ৩০, ২০২৪, ১১:৪৩ এএম
বগুড়ার সোনাতলায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে টিপু সুলতান (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। আর দুজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (২৯ জুলাই) আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলার বালুয়া ইউনিয়নের দিঘির পাড়া এলাকার দিঘির পাড়া হাফেজিয়া মাদ্রাসার সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু সুলতান উপজেলার দিঘির পাড়া গ্রামের মৃত নান্নু মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, দিঘির পাড়া গ্রামের চাচা টিপু সুলতান ও ভাতিজা পারভেজ একই মোটরসাইকেল করে বড়িয়াহাট নামক বাজারে যাচ্ছিলেন। অপরদিক থেকে উপজেলার কানুপুর গ্রামের মাহাবুল আলমের ছেলে মামুন মোটরসাইকেল চালিয়ে বালুয়াহাট থেকে আসছিলেন। অতঃপর ভাতিজার মোটরসাইকেলটি মাদ্রাসার সামন থেকে রাস্তায় নামার সময় মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই চাচা টিপু সুলতান নিহত হন।
সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অদিতি জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় টিপু সুলতান নামের একজন হাসপাতালে আসার আগেই মারা যান। এবং আমরা তাকে মৃত ঘোষণা করি। অপর দুইজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করি।
বিআরইউ