Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪,

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বিদায় সংবর্ধনা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৬:৫৩ পিএম


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বিদায় সংবর্ধনা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ম সচিব) মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি জনিত কারণে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটির প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদকে (যুগ্মসচিব) বদলি জনিত কারণে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীরা বিদায়ী বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, পার্বত্য চট্টগ্রাম বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ (যুগ্মসচিব) দীর্ঘসময় পার্বত্য এলাকায় দায়িত্বরত অবস্থায় শুধু কর্মস্থলে প্রশংসিত নয়। তিন পার্বত্য এলাকায় জনসাধারণের কাছেও প্রশংসিত হয়েছেন। যতদূর পেরেছে তিনি পার্বত্য এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করেছেন। তার এই চলে যাওয়া মানে পার্বত্য এলাকার মানুষ এক দায়িত্ববান ব্যক্তিকে হারালো।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব রিপন চাকমা প্রেষণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

এ আদেশে বলা হয়েছে রিপন চাকমার (পরিচিতি নম্বর-৬৯১৯) চাকরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানান প্রজ্ঞাপনে।

ইএইচ

Link copied!