Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪,

গোয়ালন্দে ১৮ বছর পর কৃষকদলের মতবিনিময় সভা

গোয়ালন্দ ( রাজবাড়ী)প্রতিনিধি

গোয়ালন্দ ( রাজবাড়ী)প্রতিনিধি

নভেম্বর ৪, ২০২৪, ০৯:৩৩ পিএম


গোয়ালন্দে ১৮ বছর পর কৃষকদলের  মতবিনিময় সভা

রাজবাড়ীর গোয়ালন্দে প্রায় দেড়যুগ পরে নবগঠিত উপজেলা কৃষক দলের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ রেল স্টেশন সংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা কৃষকদলের আয়োজনে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আবুবক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান। 

এ-সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, সাজ্জাদুল আলম সামসু, আশরাফুল ইসলাম মুরাদ, আনোয়ার হোসেন, আলাউদ্দিন শেখ, আবজাল হোসেন, সদস্য সচিব মো. ইয়াকুব মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম, উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাবেক উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা, পৌর যুব দলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল প্রমূখ।

আরএস

Link copied!