রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৫, ০৭:২৫ পিএম
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৫, ০৭:২৫ পিএম
বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যসেবা বিভাগের (ক্রয় ও সংগ্রহ অধিশাখা) যুগ্মসচিব মো. দেলোয়ার হোসেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন।
তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারসামগ্রী, ঔষধপত্র বিষয়ে জানতে চেয়েছিলেন চিকিৎসারত রোগীদের কাছে।
পরিদর্শনকালে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও পরিপূর্ণ সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জামাদিসহ জনবল সংকটের কথা তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান প্রমুখ।
আরএস/বিআরইউ