Amar Sangbad
ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫,

বরিশালে জেলের জালে বিশাল আকৃতির হাঙর

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

মে ৪, ২০২৫, ০৯:০৯ পিএম


বরিশালে জেলের জালে বিশাল আকৃতির হাঙর

‘আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল’—প্রাচীন জনপদ বরিশাল সম্পর্কে প্রচলিত এই প্রবাদটি যেন এখনো সত্য হয়ে রয়েছে। ‘প্রাচ্যের ভেনিস’ খ্যাত বরিশালের আনাচকানাচে ছড়িয়ে আছে মেঘনা, আড়িয়াল খাঁ, বিষখালী, কীর্তনখোলা, তেঁতুলিয়া, টর্কি, সন্ধ্যা ও বুড়িশ্বরসহ অসংখ্য নদ-নদী ও খাল। আর তাই তো প্রচলিত আরেকটি প্রবাদ—‘ধান, নদী, খাল—এই তিনে বরিশাল’। এই প্রাচীন জনপদে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নদী হলো সুগন্ধা।

সেই সুগন্ধা নদীতেই এবার এক জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি হাঙর!

রোববার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ফেরিঘাট এলাকার জেলে পল্লীতে হাঙরটি বিক্রি করতে নিয়ে আসেন এক কিশোর। প্রায় ৩ ফুট লম্বা মাছটি দেখতে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

জালে ধরা হাঙরটির বিষয়ে জানতে চাইলে জেলে চুন্নু বলেন, “রোববার সকালে সুগন্ধা নদীতে ইলিশ ধরতে জাল ফেলেছিলাম। কিছুক্ষণ পর জাল টানতে গিয়ে দেখি বেশ ভারী কিছু আটকা পড়েছে। পরে জাল তুলে দেখি এর মধ্যে বিশাল একটি মাছ। নৌকা নদীর পাড়ে নিয়ে গিয়ে মাছটি জাল থেকে বের করে দেখি এটা হাঙর।”

তিনি আরও জানান, হাঙরটি প্রায় ১০ কেজি ওজনের এবং মাছটি দেখতে ভিড় জমিয়েছিল অনেক মানুষ। এমন বিরল প্রজাতির মাছ জালে ধরা পড়ায় তিনি আনন্দিত।

ইএইচ

Link copied!