Amar Sangbad
ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউএসসির রিসার্চ ওয়ার্কশপ ১৭ মে

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মে ৪, ২০২৫, ০৮:৩৮ পিএম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউএসসির রিসার্চ ওয়ার্কশপ ১৭ মে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) আগামী ১৭ মে (শনিবার) আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী গবেষণা বিষয়ক কর্মশালা কর্মশালাটি সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নিতে পারবেন। কর্মশালার কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লাবের হেড অব সায়েন্টিফিক রিসার্চ তানভীর মাজহার এবং কো-কনভেনর হিসেবে রয়েছেন কো-হেড ইরফাতুল জান্নাত তানিয়া ও হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সাইফুল ইসলাম।

শনিবার ক্লাবের দপ্তর সম্পাদক সুকর্ণা কুন্ডুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে বাস্তবায়ন ও প্রকাশনা পর্যন্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
প্রথম সেশনে "Mastering Manuscript Writing – Ethics, Structure & Publication" শীর্ষক আলোচনা করবেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও খ্যাতনামা বিজ্ঞানী অধ্যাপক এনামুল হক। তিনি ২০২৩ ও ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। তার প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ২০০-এর অধিক এবং তিনি বিএএস গোল্ড মেডেল (২০২৩) অর্জন করেছেন।

দ্বিতীয় সেশনে "Idea, Iteration, Impact: A Researcher‍‍`s Reflection" বিষয়ক আলোচনা করবেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাদিম শরীফ। তিনি ভাইরোলজি, বায়োইনফরমেটিক্স ও গাট মাইক্রোবায়োম গবেষণায় যুক্ত এবং ৪৫টির বেশি গবেষণাপত্র প্রকাশ ও ১০০টিরও বেশি প্রবন্ধ পর্যালোচনা করেছেন। তিনি The Lancet এবং Scientific Reports এর রিভিউয়ার হিসেবেও কাজ করেছেন।

এই সেশনগুলোতে বক্তারা গবেষণার প্রতিটি ধাপে অর্জিত অভিজ্ঞতা ও তরুণ গবেষকদের জন্য বাস্তবভিত্তিক দিকনির্দেশনা তুলে ধরবেন।

জেইউএসসির সাধারণ সম্পাদক মুসা বলেন, "গবেষণার বাস্তব অভিজ্ঞতা ও ম্যানুস্ক্রিপ্ট লেখার কলাকৌশল জানা একজন নবীন গবেষকের আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়। এই কর্মশালার মাধ্যমে আমরা সেই জ্ঞান শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।"

জেইউএসসির সভাপতি মো. সৌরভ বলেন, "বিজ্ঞানের প্রসার ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে জেইউএসসি দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছে। ভবিষ্যতের গবেষক তৈরিতে এই রিসার্চ ওয়ার্কশপ নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।"

উল্লেখ্য, জেইউএসসি গণিত অলিম্পিয়াড, জাতীয় বিজ্ঞান মেলাসহ বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার ও প্রকাশনার মাধ্যমে বিজ্ঞানচর্চার প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। ক্লাবের নিজস্ব প্রকাশনা ‘নিউক্লিয়াস’ ও ‘অরবিটাল’ এর মাধ্যমে বিজ্ঞানভিত্তিক জ্ঞান প্রচারে কাজ করছে ক্লাবটি।

ইএইচ

Link copied!