Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

রাউজানে ছিনতাইকৃত ট্রাকসহ ৮ গরু উদ্ধার

রাউজান প্রতিনিধি

রাউজান প্রতিনিধি

মে ১৮, ২০২৫, ০৮:৪৬ পিএম


রাউজানে ছিনতাইকৃত ট্রাকসহ ৮ গরু উদ্ধার

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় একটি ট্রাক আটকে ৯টি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে পুলিশের তৎপরতায় ট্রাকসহ ৮টি গরু উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় লাখ টাকা মূল্যের গরুগুলো উদ্ধার করে। একই সঙ্গে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির মাইনী পাহাড়ি জনপদ থেকে মৌসুমী গরু ব্যবসায়ী আবদুর রহিম ৯টি গরু ক্রয় করে ট্রাকযোগে বোয়ালখালীর উদ্দেশ্যে রওনা দেন। শনিবার রাত ১২টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় পৌঁছালে ৪-৫ জন ছিনতাইকারী ট্রাকটি থামিয়ে ব্যবসায়ী ও চালককে ধাক্কা দিয়ে নামিয়ে দেয় এবং ট্রাকভর্তি গরু, ব্যবসায়ীর ব্যাগে থাকা নগদ ১ লাখ টাকা ও একটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই ওসি মনিরুল ইসলাম ভূঁইয়াকে অবহিত করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই ট্রাকসহ ৮টি গরু উদ্ধার করে।

এদিকে গরু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন গরুর মালিক থানায় ভিড় করেন। তাদের একজন নাসির উদ্দিন জানান, শনিবার রাতে তার ৪টি গরু চুরি হলেও উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে তার গরু নেই।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “গরু ছিনতাইয়ের ঘটনার পরপরই আমরা অভিযান শুরু করি। একটি গরু এখনও উদ্ধার হয়নি। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে তাদের শনাক্ত করা গেছে। মামলার প্রস্তুতি চলছে। শনাক্ত ব্যক্তিদের নামে মামলা রুজু করে আদালতের নির্দেশে গরুগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।”

ইএইচ

Link copied!