আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
মে ২৪, ২০২৫, ০৬:১৭ পিএম
আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
মে ২৪, ২০২৫, ০৬:১৭ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য জন্মোৎসব।ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উৎসব চলবে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত।
ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি চত্বরে আয়োজিত এ উৎসবে কবির জীবন, সাহিত্য ও সংগ্রামী চেতনা ঘিরে থাকছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নজরুল সংগীত পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।
উৎসবের উদ্বোধনী দিনে, ২৫ মে, রবিবার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
দ্বিতীয় দিন সোমবার (২৬ মে) প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য এম এ আকমল হোসেন আজাদ।
সমাপনী দিন ২৭ মে (মঙ্গলবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
এ বছরের জন্মোৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। আয়োজকেরা মনে করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রেক্ষাপটে নজরুলের বিদ্রোহী চেতনা, বৈষম্যবিরোধী অবস্থান এবং মানবিকতার বার্তা আজও তীব্রভাবে প্রাসঙ্গিক। আলোচনায় উঠে আসবে, তাঁর সাহিত্য ও সংগ্রাম নতুন প্রজন্মকে কী বার্তা দিতে পারে।
ত্রিশালের দরিরামপুর, যেখানে ১৯১৪ সালে কবি স্বল্প সময় পড়ালেখা করেছিলেন, সেই স্কুল চত্বর এখন রূপ নিয়েছে এক সাংস্কৃতিক তীর্থে। প্রতিবছর জন্মবার্ষিকী উপলক্ষে এখানে যে আয়োজন হয়, তা নতুন প্রজন্মের কাছে নজরুলের উত্তরাধিকারকে আবারও জীবন্ত করে তোলে।
উৎসবে অংশ নিতে দেশজুড়ে নজরুলপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিআরইউ