Amar Sangbad
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫,

রাজনৈতিক সহিংসতায় পুড়ল ১৮ বসতঘর, সহায়তায় জেলা প্রশাসন

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

মে ২৫, ২০২৫, ১২:১১ পিএম


রাজনৈতিক সহিংসতায় পুড়ল ১৮ বসতঘর, সহায়তায় জেলা প্রশাসন

যশোরের অভয়নগরে কৃষকদল নেতা তরিকুল ইসলাম সরদারকে হত্যার জেরে সহিংসতায় আগুনে পুড়েছে অন্তত ১৮টি বসতঘর। পুরো ডহরমশিয়াহাটি গ্রামজুড়ে এখন পোড়া ঘরের ছাই, কান্না আর আতঙ্ক।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডহরমশিয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যার খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা প্রধান অভিযুক্ত পিন্টু বিশ্বাসের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। দ্রুত সেই আগুন পাশের আরও ১৫টি পরিবারের ঘরে ছড়িয়ে পড়ে।

আগুনে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মধ্যে রয়েছে—বারিন বিশ্বাস, মনিশান্ত, সুকৃতি, পরিতোষ, প্রনব, বাসুদেব, প্রতাপ, বিকাশ, অজিত, কামনা রানী, শংকর, শুশান্ত, দিলীপ, বিষ্ণু, মহিতোষ, পবন, বিশ্ব ও শিমুলের পরিবার।

ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর ধানের গোলা, বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল ও আসবাবপত্র—সবই পুড়ে গেছে। পাড়ার বহু ঘরে এখন কেবল ইটের দেয়াল, মাথার ছাউনি কিংবা আসবাবের কিছুই নেই।

ঘটনার পর গ্রাম ছেড়েছেন অনেক পুরুষ। অনেক বাড়ি এখনো পুরুষশূন্য। আত্মীয়স্বজনেরা দূরদূরান্ত থেকে খাবার, কাপড় আর সান্ত্বনা নিয়ে ছুটে আসছেন। পুরো এলাকায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

ঘটনার পরপরই মাঠে নামে যশোর জেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তাৎক্ষণিকভাবে ৩০ কেজি চাল, নগদ ৬ হাজার টাকা এবং দুই বান করে ঢেউটিন দেওয়া হয়েছে।

যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে প্রশাসনের নজরদারি চলছে। ক্ষতিগ্রস্তদের পাশে আমরা মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।’

এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসনের নজরদারিতে ঘটনাস্থলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা চলছে।

বিআরইউ

Link copied!