ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
Amar Sangbad

সিলেট সীমান্তে দিয়ে ২১ জনকে পাঠাল বিএসএফ

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো

মে ২৯, ২০২৫, ০৪:০৭ পিএম

সিলেট সীমান্তে দিয়ে ২১ জনকে পাঠাল বিএসএফ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও ২১ বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, ভোরে ৫২ বিজিবির নওয়াগ্রাম বিওপি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা ২১ জনকে আটক করে। তাদের মধ্যে ৮ শিশু, ৮ নারী ও ৫ পুরুষ রয়েছেন। আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়। পরে বিজিবি তাদের বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের বিয়ানীবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা কাজের সন্ধানে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। মূলত দিনমজুরের কাজ করতেই তারা সীমান্ত পাড়ি দেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বিভিন্নভাবে সিলেট সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), কুলছুম শেখ (২০), ওমর শেখ (২ মাস), জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), সুমাইয়া বেগম (১১), রাফি শিকদার (৯), হাসান শিকদার (৩), জুয়েল শেখ (২৮), মরিয়ম খাতুন (২৫), আমেনা খাতুন (৮), আনার শেখ (২ মাস), তাছলিমা বেগম (৩৫), ইয়ামিন (১৭), ইয়াসিন (৫), ইয়াকুব (৪), রোকসানা (৩৫), আজগর আলী (৪০) ও ইতি বেগম (৩৬)।

তারা সবাই নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, “২১ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, এর আগে গত ২৫ মে একই সীমান্ত দিয়ে বিএসএফের মাধ্যমে আসা ৩২ বাংলাদেশিকে আটক করেছিল বিজিবি। আটককৃতদের সবাই বাংলাদেশের নাগরিক।

ইএইচ

Link copied!