ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫
Amar Sangbad

নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট নিয়ে সংবাদ প্রকাশের পর দ্রুত সংস্কার কাজ শুরু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ১৮, ২০২৫, ০৪:৪৫ পিএম

নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট নিয়ে সংবাদ প্রকাশের পর দ্রুত সংস্কার কাজ শুরু

“নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ” শিরোনামে দৈনিক আমার সংবাদ-এ প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজার সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত পুরাতন ও ঝুঁকিপূর্ণ কালভার্টটি নিয়ে এলজিইডি জরুরি ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, কালভার্টটি সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর বাড়ির সামনে অবস্থিত। এটি দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগী চলাচল করে থাকেন। বিকল্প সহজ রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন।

সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। মীর টুটুল নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “অনেক দিন পর দেখলাম, সত্যিকারের একটি সংবাদের প্রভাব কী হতে পারে। এখন অন্তত মনে হচ্ছে কেউ আমাদের কষ্ট দেখছে।”

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তোরাপ আলী আমার সংবাদ-কে বলেন, “সংবাদটি আমার দৃষ্টিগোচর হওয়ার পর ইউএনও মহোদয়ের সঙ্গে আলোচনা করে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি এবং ঘটনাস্থল পরিদর্শন করি। বর্তমানে অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করে তোলার কাজ চলমান রয়েছে। পাশাপাশি স্থায়ীভাবে একটি নতুন কালভার্ট নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রস্তাব তৈরির প্রক্রিয়াও চলমান রয়েছে।”

এলাকাবাসীর আশা, দ্রুত কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ চলাচলের অবসান ঘটবে।

ইএইচ

Link copied!