আলী হাসান, জয়পুরহাট
জুলাই ১৪, ২০২৫, ০৭:৩২ পিএম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নির্মিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রায় ৫ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪০৪ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল জাহাঙ্গীর জেভি।
ইএইচ