মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৫, ০৮:৩৮ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার উপজেলার আনাইতারা ইউনিয়নের শুকতা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম ময়নাল (২৬)। তিনি শুকতা গ্রামের মাঈন উদ্দিনের ছেলে। ঘটনার পরদিন রাতে ময়নালের মা মালেকা বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন—জুয়েল, নুরু, হালিম, ফারুক ও মুক্তা।
অভিযোগে বলা হয়, জমিসংক্রান্ত বিরোধের জেরে রোববার সকালে নুরু মিয়ার ছেলে জুয়েল মাইন উদ্দিনের সীমানা ঘেঁষে গাছ রোপণ করতে যান। এ সময় গাছটি এক হাত দূরে সরিয়ে রোপণ করতে বললে জুয়েল উত্তেজিত হয়ে মাইন উদ্দিনকে গালাগাল করেন। একপর্যায়ে জুয়েলের নেতৃত্বে নারীসহ আরও চারজন মিলে মাইন উদ্দিনকে মারধর করেন।
ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে ময়নালকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করেন জুয়েল। তার মাথার মাঝ বরাবর গভীর ক্ষত হয়। স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে ময়নালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান, ময়নালের মাথায় ১২টি সেলাই লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ