মিরাজ আহমেদ, মাগুরা
জুলাই ১৪, ২০২৫, ০৮:২৬ পিএম
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সফল ও অর্থবহ করার লক্ষ্যে মাগুরায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
সভায় জেলার মৎস্যসম্পদ উন্নয়ন ও সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক বলেন, “মৎস্য সপ্তাহ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সম্পদ রক্ষার প্রতিশ্রুতি। মৎস্য উৎপাদনে আধুনিক প্রযুক্তি প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “জলাশয় সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, অবৈধ মাছ ধরার বিরুদ্ধে অভিযান এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এজন্য সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, সদর উপজেলার ইউএনও, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মৎস্যচাষী প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রস্তুতিমূলক এই সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালি, প্রচারাভিযান, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা ও সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জাতীয় মৎস্য সপ্তাহে জেলার সর্বস্তরে মৎস্যসম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণমূলক কর্মকাণ্ড চালানো হবে। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভা সকলের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
ইএইচ