সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
জুলাই ৭, ২০২৫, ০৯:১৮ পিএম
কুড়িগ্রামে গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে 'জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ' নির্মাণ বিষয়ে স্থান নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এতে জেলার প্রায় সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করেন। পরবর্তীতে সভায় সর্বসম্মতিক্রমে কলেজ মোড়ের ‘বিজয় স্মৃতি স্তম্ভ’-এর পাশেই ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’ নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ-আল-ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, জেলা সমন্বয়কারী মো. মুকুল মিয়া, এবি পার্টির জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ এবং সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
সভায় উপস্থিত সকলে শহিদদের স্মৃতি সংরক্ষণ ও গৌরবময় আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এ স্তম্ভ নির্মাণকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
ইএইচ