সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৫, ০৫:২৫ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাজীবাড়া সন্তোলা গ্রাম থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম।
বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয়ের একটি টিম অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক শেখ (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
তিনি বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী সন্তোলা গ্রামের মৃত আজিজার রহমান শেখের ছেলে।
অভিযান চলাকালে তার নিজ দখলীয় শয়নঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১,২০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলাম বাদী হয়ে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাদুল্লাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”
ইএইচ