মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
জুলাই ১৫, ২০২৫, ০৭:২১ পিএম
সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কাঠালতলী বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপার পুলিশ বক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন—রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানুনুর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম তালুকদার।
সমাবেশে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
ইএইচ