নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৫, ০৯:০৮ পিএম
রাঙামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ি ১৭ মাইল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে মো. ওহিদুল (২৫) নামের এক পথচারী গুরুতর আহত হন।
মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আছরের নামাজ আদায়ের পর মো. ওহিদুল সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় খাগড়াছড়ির মহালছড়ি থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে ফেলে রাখা পাথরের ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে উল্টে যায়। বাসটি পথচারী ওহিদুলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করেন।
তবে বাসে থাকা যাত্রীদের কেউ বড় ধরনের ক্ষতির শিকার হননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের গার্ড ওয়াল নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত পাথর দীর্ঘদিন ধরে সড়কের পাশে বেওয়ারিশ অবস্থায় ফেলে রাখা হয়েছে। বিষয়টি একাধিকবার গণমাধ্যমে তুলে ধরা হলেও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মিশু এখনো পাথর সরিয়ে নেননি, যার ফলে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, “বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন পথচারী গুরুতর আহত হয়েছেন, যাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি সরিয়ে নেওয়ার জন্য মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”
ইএইচ