ভোলা প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৫, ০৪:৩১ পিএম
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে শিশু নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেপ্তার এবং একটি গোপন গুদাম থেকে প্রায় ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
শনিবার ভোলা নৌবাহিনীর এক সূত্র জানায়, গত ২৮ জুন মনপুরা উপজেলার একটি জালের দোকানে এক শিশুকে কৌশলে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮)।
ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, ১৭ জুলাই ভুক্তভোগী শিশুর মা বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় মনপুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে আটক করা হয়। পরে তাদের দোকানের পাশের একটি গোপন গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে নৌবাহিনীর পাশাপাশি অংশ নেয় মনপুরা থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। জব্দ করা জাল জনসমক্ষে আগুন দিয়ে ধ্বংস করা হয় এবং গুদামটি সিলগালা করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে মাদক, মানবপাচার, সন্ত্রাস ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।
ইএইচ