আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
আগস্ট ৪, ২০২৫, ০৪:২৮ পিএম
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন বহু সাহসী তরুণ। তাঁদের অনেকেই আজও শারীরিক ও মানসিক যন্ত্রণায় ভুগছেন, হারিয়েছেন জীবনের স্বাভাবিক ছন্দ। এসব আহত যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘ওয়ারিয়র্স অফ জুলাই’।
এ উদ্যোগের অংশ হিসেবেই ময়মনসিংহে বাস্তবায়িত হয়েছে এক ব্যতিক্রমী মানবিক কর্মসূচি।
সোমবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আহত আন্দোলনকারী জাহাঙ্গীর আলমের হাতে একটি অটোরিকশা হস্তান্তর করা হয়।
আয়োজকদের মতে, এই অটোরিকশা জাহাঙ্গীরের জীবনে একটি নতুন সূচনার প্রতীক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। তারা যৌথভাবে জাহাঙ্গীর আলমের হাতে অটোরিকশার চাবি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ ময়মনসিংহ জেলার আহ্বায়ক আল-আমিন, সদস্য সচিব মেরাজ উদ্দিন শ্রাবণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র মো. শরিফুল ইসলাম, সাবেক যুগ্ম সদস্য সচিব মাজাহারুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, আহত যোদ্ধাদের পুনর্বাসনে এটি একটি ধারাবাহিক কর্মসূচির সূচনা মাত্র। ভবিষ্যতে আরও কিছু আহত ব্যক্তিকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁরা বলেন, “এই অটোরিকশা শুধু একটি বাহন নয়, এটি জাহাঙ্গীর ভাইয়ের জীবনে নতুন করে বাঁচার হাতছানি।”
বক্তারা আরও বলেন, “যারা দেশের জন্য জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা কেবল আবেগ দিয়ে নয়—দায়িত্ববোধ থেকেও আমাদের পাশে দাঁড়াতে হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতা সরকারের দমননীতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন। ওই সময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু তরুণ আহত হন। জাহাঙ্গীর আলম সেসব আন্দোলনের এক সম্মুখ সমাবেশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং এখনও পুরোপুরি সুস্থ নন।
‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর এই মানবিক প্রচেষ্টা জনসাধারণের প্রশংসা কুড়িয়েছে। জাহাঙ্গীর আলমের মতো আহত যোদ্ধারা এই সহায়তার মাধ্যমে নতুন করে জীবনের আশায় বুক বাঁধছেন।
আয়োজকেরা সকল নাগরিককে আহ্বান জানিয়েছেন—আহতদের পাশে দাঁড়াতে হবে কেবল শ্রদ্ধা নয়, দায়িত্ববোধ থেকেই।
ইএইচ