ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫, ০৪:৪৪ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় মাদক, সহিংসতা ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধসহ নানা সামাজিক অপরাধ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে।
সোমবার দুপুরে থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম।
অনুষ্ঠানে পুলিশের সেবামূলক কার্যক্রম, জননিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নিয়ে পাড়া-মহল্লার সমস্যা, সামাজিক অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।
ওসি মোহাম্মদ শাহ্ আলম বলেন, ‘ওপেন হাউস ডে হলো জনগণের সঙ্গে পুলিশের সরাসরি সংযোগের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমরা চাই, জনগণ পুলিশকে আস্থার প্রতীক হিসেবে দেখুক। সবাই মিলে কাজ করলে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব।’
তিনি আরও বলেন, ‘বর্তমান পুলিশ প্রশাসন আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব। কেউ যেন ভয় না পেয়ে থানায় এসে নিজের সমস্যা জানাতে পারে—এটাই আমাদের চাওয়া।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন থানার সেকেন্ড অফিসার আমজান আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
ইএইচ